বাসস দেশ-১৬ : সকল গৃহহীনদের জন্য গৃহনির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

116

বাসস দেশ-১৬
মৎস্য ও প্রাণিসম্পদ-ত্রাণ
সকল গৃহহীনদের জন্য গৃহনির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
পিরোজপুর, ৯ জুলাই ২০২০(বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের একজন মানুষকেও গৃহহীন দেখতে চান না। তিনি বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী আজ রাজধানীতে বসে থেকে অনলাইনে তার নিজ নির্বাচনী এলাকা পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ঘুর্ণিঝড় বুলবুল ও আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে ২৪০ বান্ডিল ঢেউটিন ও ৭ লক্ষ ২০ হাজার টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্বাস্থ্যবিধি মেনে নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসেনের সভাপতিত্বে এ টিন ও টাকা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হক।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আঃ হামিদ,উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত ও নার্গিস জাহান,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুস সালাম সিকদার প্রমুখ।
বাসস/সবি/এসএস/১৭০৫/কেকে