বাজিস-৩ : করোনা জয়ী কুমিল্লা জেলা পুলিশের ২৭ সদস্য শুভেচ্ছা

130

বাজিস-৩
কুমিল্লা- করোনা জয়ী পুলিশ
করোনা জয়ী কুমিল্লা জেলা পুলিশের ২৭ সদস্য শুভেচ্ছা
কুুমিল্লা (দক্ষিণ), ৯ জুলাই, ২০২০, (বাসস) : কুমিল্লা পুলিশ লাইনন্সে শহীদ আর আই এবিএম আবদুল হালিম মিলনায়তনে আজ বেলা ১১টায় জেলার করোনা জয়ী পুলিশের ২৭ জন সদস্যকে শুভেচ্ছা জানানো হয়। পুলিশ সুপার মোঃ সৈয়দ নুরুল ইসলাম প্লাজমা দান করতে যাওয়া পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পুলিশ সদস্যরা বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে করোনাক্রান্ত রোগীদের প্লাজমা দান করতে ঢাকায় যাচ্ছেন।
এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশ্য বক্তব্যে পুলিশ সুপার মোঃ সৈয়দ নুরুল ইসলাম বলেন, পুলিশ সব সময় সম্মুখ যোদ্ধা। দেশের ক্রান্তিলগ্নে কুমিল্লা জেলার সাধারণ মানুষকে সেবা দিতে গিয়ে পুলিশ সদস্যরা করোনাক্রান্ত হয়েছে।
আজ তারা করোনা জয় করেছে। এখন তারা আবার প্লাজমা ডোনেট করতে যাচ্ছেন। নিঃসন্দেহে বিষয়টি পুলিশের জন্য গৌরবের। যত ঝুঁকিপূর্ণ হউক দায়িত্ব পালনে পুলিশ পিছপা হবে না। পরে পুলিশ প্লাজমা ডোনেটকারী পুলিশ সদস্যদের বাসে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফিসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।
বাসস/সংবাদদাতা/১৪৫৫/নূসী