বাসস সংসদ-২ : সংসদে বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল,২০২০ পাস

230

বাসস সংসদ-২
বিল- পাস
সংসদে বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল,২০২০ পাস
ঢাকা, ৯ জুলাই, ২০২০ (২০২০) : বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কর্মকালের বয়সসীমা ৬৫ থেকে ৬৭ বছর করার বিধান করে আজ সংসদে বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল,২০২০ পাস করা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে বিদ্যমান বাংলাদেশ ব্যাংক আদেশ অধ্যাদেশে উল্লেখিত ব্যাংকের গভর্নরের কার্যকালের বয়সসীমা ৬৫ বছরের স্থলে ৬৭ বছর করার বিধান করা হয়েছে। পাশাপাশি বিদ্যমান অধ্যাদেশটি রহিত করারও বিধান করা হয়েছে।
জাতীয় পার্টির মজিবুল হক, পীর ফজলুর রহমান, রওশন আরা মান্নান, শামীম হায়দার পাটোয়ারী এবং বিএনপির হারুনুর রশীদ বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।
বাসস/এমআর/১২২২/-অমি