বাসস বিদেশ-১১ : সিরিয়ায় আন্তঃসীমান্ত সাহায্যের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে ভেটো রাশিয়া ও চীনের

117

বাসস বিদেশ-১১
সিরিয়া-সংঘাত-জাতিসংঘ-ত্রাণ-রাশিয়া
সিরিয়ায় আন্তঃসীমান্ত সাহায্যের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে ভেটো রাশিয়া ও চীনের
জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ৮ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : সিরিয়ায় আন্ত-সীমান্ত মানবিক সাহায্যের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবের ব্যাপারে রাশিয়া ও চীন মঙ্গলবার ভেটো দিয়েছে।
কূটনীতিকরা একথা জানান। খবর এএফপি’র।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী দুই সদস্য দেশ জার্মানী ও বেলজিয়াম খসড়া প্রস্তাবটি উত্থাপন করেছিল।
প্রস্তাবে দামেস্ক’র হস্তক্ষেপ ছাড়াই তুর্কি সীমান্তের দু’টি স্থান দিয়ে ত্রাণ সামগ্রী সরবরাহ করার সুযোগ অব্যাহত রাখার কথা বলা হয়।
কূটনীতিকরা জানান, রাশিয়া ও চীন বাদে নিরাপত্তা পরিষদের অপর ১৩ সদস্য এ খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়।
তারা জানান, আলোচনা চলাকালে মস্কো বলেছিল যে মানবিক সাহায্যের মেয়াদ বৃদ্ধি এক বছরের পরিবর্তে ছয় মাসে সীমাবদ্ধ রাখতে হবে এবং এটি দু’টি স্থান দিয়ে না, সীমান্তের কেবলমাত্র একটি স্থান দিয়ে ত্রাণ
সরবরাহের সুযোগ থাকবে।
এক কূটনীতিক বলেন, নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পরপরই রাশিয়া তাদের নিজস্ব খসড়া প্রস্তাব উত্থাপন করে। এ প্রস্তাবের পক্ষে তারা নানা ধরনের যুক্তি তুলে ধরে। এ প্রস্তাবের বিষয়ে ভোটের ফলাফল বুধবার জানা যাবে।
দফায় দফায় মেয়াদ বাড়ানোয় আন্ত-সীমান্ত মানবিক সাহায্যের অনুমোদন ২০১৪ সাল থেকে কার্যকর রয়েছে।
সর্বশেষ দফায় বাড়ানো মেয়াদ আগামী শুক্রবার শেষ হচ্ছে।
বাসস/এমএজেড/১৭৩৪/জেহক