যশোরে লক্ষ্যমাত্রার চেয়ে ২হাজার ১৯১ হেক্টর বেশি জমিতে আউশ ধান চাষ

554

যশোর, ৮ জুলাই, ২০২০ (বাসস) : চলতি মৌসুমে যশোরের ৮ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ২হাজার ১৯১ হেক্টর বেশি জমিতে আউশ ধান চাষ হয়েছে। এবার বোরো ধানের দাম ভালো পাওয়ায় এবং মৌসুম শুরু থেকে ঘন ঘন বৃষ্টিপাত হওয়ায় কৃষকরা আউশ ধান চাষে ঝুঁকেছেন বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৮ উপজেলায় আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৪ হাজার ৮২৪ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ১৭ হাজার ১৫ হেক্টর জমিতে। এ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ২হাজার ১৯১ হেক্টর বেশি জমিতে আউশ ধান চাষ হয়েছে।উপজেলাওয়ারী -সদর উপজেলায় ১ হাজার ৪৮০ হেক্টরে, মনিরামপুর উপজেলায় ৪হাজার ৪৮০ হেক্টরে, শার্শা উপজেলায় ৩হাজার ২৭০ হেক্টরে, চৌগাছা উপজেলায় ২ হাজার ৬শ’ হেক্টরে, ঝিকরগাছা উপজেলায় ২ হাজার ৫শ’ হেক্টরে,বাঘারপাড়ায় ১ হাজার ২শ’ ২০ হেক্টরে, অভয়নগর উপজেলায় ৬৬৫ হেক্টরে এবং কেশবপুর উপজেলায় ৮শ’ হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক ড. মো. আখতারুজ্জামান বলেন, অন্য ধান আবাদের চেয়ে আউশ ধান উৎপাদনে খরচ কম এবং চলতি বছর বোরো ধানের দাম ভালো পাওয়ায় এ জেলায় আউশ ধানের আবাদ বৃদ্ধি পেয়েছে।