বাসস বিদেশ-১৪ : আটলান্টার মেয়রের করোনাভাইরাস পজেটিভ

376

বাসস বিদেশ-১৪
ভাইরাস-জর্জিয়া-মেয়র
আটলান্টার মেয়রের করোনাভাইরাস পজেটিভ
ওয়াশিংটন, ৭ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : উত্তাল বর্ণবাদবিরোধী বিক্ষোভ পরিচালনার জন্য দেশব্যাপী স্বীকৃতি অর্জনকারী আটলান্টার মেয়র কেইশা ল্যান্স বটমসের করোনভাইরাস পরীক্ষায় সোমবার পজেটিভ ধরা পড়েছে।
বটমস টুইট করেন, ‘কোভিড-১৯ আক্ষরিকভাবে বাড়িতে আঘত করেছে। আমার কোনও লক্ষণ ছিল না এবং পরীক্ষায় পজেটিভ ধরা পরেছে।’
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বটমস বলেন, তিনি এবং তার স্বামী দুজনেরই কোভিড-১৯ পজিটিভ ধরা পরে। তার স্বামী বৃহস্পতিবার থেকে স্বাভাবিকের চেয়ে বেশি ঘুমানোর কারণে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিলেন।
তিনি হালকা লক্ষণসমূহ যেমন হালকা মাথাব্যথা এবং শুকনো কাশি টের পেলে সেগুলোর কারণ এলার্জি বলে ভাবেন।
মিনিয়াপোলিসে নিরস্ত্র আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে পুলিশি হেফাজতে হত্যাকে কেন্দ্র করে জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠলে ২৯ মে বটমস তার শহরে মন্ত্রমুগ্ধ করা এক ভাষণ দিয়ে দেশজুড়ে খ্যাতি অর্জন করেন।
বাসস/অনু- জেজেড/২১৩৫/আরজি