৪৮ বছর বয়সে ক্যারিবীয় লীগে ভারতের তাম্বে

219

নয়াদিল্লি, ৭ জুলাই ২০২০ (বাসস/এএফপি): ৪৮ বছর বয়সে ক্যারিবীয় লীগে (সিপিএল) অংশ নিতে যাচ্ছেন ভারতীয় লেগ স্পিনার প্রবীন তাম্বে। সোমবার সিপিএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজি তাদের দল ঘোষণা করেছে।
প্রথম কোন ভারতীয় হিসেবে ত্রিনবাগো নাইটরাইডার্সে নাম লিখিয়েছেন তাম্বে। যে ক্লাবের মালিক ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ক্লাব কোলকাতা নাইটরাইডার্সের (কেকেআর) স্বত্বাধিকারী ভারতের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। আগামী ১৮ আগস্টে শুরু হতে যাওয়া সিপিএল শেষ হবে ১০ সেপ্টেম্বর।
ভারতের এই স্পিনার প্রথম শ্রেনীর ক্রিকেটের মাত্র দুটি ম্যাচে খেললেও নিয়মিত ভাবে খেলে যাচ্ছেন ভারতীয় ফ্র্যাঞ্চাজি ক্রিকেট আইপিএলে। ২০১৩ -১৪ মৌসুমে হোম টিম মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা এই স্পিনারকে কেকেআর কিনে নিয়েছে গত ডিসেম্বরের নিলামে।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমোদনহীন টি-১০ লীগে অংশগ্রহনের দায়ে তিনি আইপিএলে অংশগ্রহনের যোগ্যতা হারান। অবশ্য করোনা মহামারির কারণে স্থগিত হয়ে গেছে আইপিএল।
তবে ২০১৩ সালে ৪১ বছর বয়সে রাজস্থান রয়্য্যালসের হয়ে আইপিএলে অভিষেক পাওয়া তাম্বেকে সিপিএলে খেলতে হলে অবশ্যই পেতে হবে ভারতীয় বোর্ডের ছাড়পত্র।