বাসস প্রধানমন্ত্রী-২ : এন্ড্রু কিশোরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

229

বাসস প্রধানমন্ত্রী-২
শেখ হাসিনা-এন্ড্রু কিশোর
এন্ড্রু কিশোরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা, ৬ জুলাই ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী, দেশের সঙ্গীতাঙ্গনে এন্ড্রু কিশোরের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি বলেন, ‘এন্ড্রু কিশোর চলচ্চিত্রে অনেক জনপ্রিয় গান গেয়েছেন এবং সেজন্য তিনি দেশের সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘তাঁর (এন্ড্রু কিশোর) মৃত্যু দেশের সঙ্গীতাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।’
শেখ হাসিনা প্রয়াতর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আট বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গায়ক এন্ড্রু কিশোর আজ বিকেলে তাঁর পৈত্রিক নিবাস রাজশাহীর একটি ক্লিনিকে মারা যান। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভূগছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এরআগে প্রধানমন্ত্রী নিজেই এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করে শিল্পীকে আর্থিক সহযোগিতাও প্রদান করেন।
বাসস/এসএইচ/অনু-এফএন/২১৩০/এবিএইচ