বাজিস-৩ : শরীয়তপুর পৌরসভার প্রায় ৯১ কোটি টাকার বাজেট ঘোষণা

137

বাজিস-৩
শরীয়তপুর-বাজেট
শরীয়তপুর পৌরসভার প্রায় ৯১ কোটি টাকার বাজেট ঘোষণা
শরীয়তপুর, ৬ জুলাই, ২০২০ (বাসস) : করোনা সংকট মাথায় রেখে নতুন কোন কর আরোপ না করে শরীয়তপুর পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বেলা ১২ টায় শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল আয়-ব্যয় সমান রেখে ৯০ কোটি ৭৫ লাখ ৩১ হাজার ৮৪০ টাকার বাজেট ঘোষণা করেন।
বাজেটে নিজস্ব আয় ধরা হয়েছে ২৪ কোটি ২২ লাখ ৩১ হাজার ৮৪০ টাকা এবং বিভিন্ন সংস্থা ও অন্যান্য উৎস থেকে আয় ধরা হয়েছে ৬৬ কোটি ৫৩ লাখ টাকা। আয়-ব্যয় সমান রেখে মোট বাজেট বাজেট ঘোষণা করা হয়েছে ৯০ কোটি ৭৫ লাখ ৩১ হাজার ৮৪০ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার সচিব মে. এনামুল হক, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. বাচ্চু বেপারী, প্যানেল মেয়র-২ হোসেন মো. আলমগীর ও পৌরসভার কাউন্সিলরগণসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকগণ।
বাসস/সংবাদদাতা/১৩৪৫/কেজিএ