বাসস বিদেশ-১০ : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় দুটি প্রদেশে ১০ তালেবান নিহত

130

বাসস বিদেশ-১০
তালেবান-আফগান
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় দুটি প্রদেশে ১০ তালেবান নিহত
লস্কর গাহ, আফগানিস্তান, ৫ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় দুই প্রদেশে শনিবার সরকারি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ তালেবান জঙ্গি নিহত ও অপর চারজন আহত হয়েছে। কর্তৃপক্ষ রোববার এ কথা জানায়। খবর সিনহুয়া’র।
সেনাবাহিনীর ২১৫ মাইবান্দ কোর এক বিবৃতিতে জানায়, হেলমান্দ প্রদেশের গেরেশক জেলার যখচল এলাকায় সেনা সদস্যরা তাদের নিরাপত্তা চৌকিতে তালেবানদের একটি হামলা প্রতিহত করে। সেখানের চার জঙ্গি নিহত হয়।
জাবুল প্রদেশের শিনকায় জেলায় অনুরূপ আরেকটি ঘটনায় ছয় জঙ্গি নিহত ও অপর চার আহত হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এসব লড়াইয়ে সেনাবাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি, তবে, জঙ্গি গোষ্ঠী এখনও পর্যন্ত এই খবরের কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ফেব্রুয়ারির শেষ দিকে কাতারে মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে এ অবধি যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সহিংসতা স্থায়ী রূপ নিয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যায়ক্রমিক সেনা প্রত্যাহারের পথ প্রশস্ত করেছে।
চুক্তি অনুসারে, আফগানিস্তানে অবস্থানরত মার্কিন ও ন্যাটো বাহিনীর প্রায় ১০হাজার সৈন্য আগামী বছরের জুলাইয়ের মধ্যে এই দেশ থেকে প্রত্যাহার করা হবে।
বাসস/অনু-জেজেড/১৭৪০/-আরজি