বাসস দেশ-২৮ : বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে স্থগিত

307

বাসস দেশ-২৮
বড়পুকুরিয়া-বিদ্যুৎ কেন্দ্র
বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে স্থগিত
ঢাকা, ২৩ জুলাই, ২০১৮ (বাসস) : বড়পুকুরিয়া কয়লা খনিতে উৎপাদন এলাকার পরিবর্তনের (ফেইস ট্রান্সফার) ফলে কয়লা খনন বন্ধ থাকায় বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্বুত এই পরিস্থিতি মোকাবেলার জন্য অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি করে আসন্ন সংকট মোকাবেলা করার উদ্যোগ নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন না থাকায় রংপুর বিভাগে ভোল্টেজ সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। এই অসুবিধা মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাময়িক এই অসুবিধার জন্য সকলের সহযোগিতা কামনা করে শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়।
বাসস/সবি/এমএসএইচ/২০২০/অমি