বাসস দেশ-২৬ : বিআরটিএ উত্তরা কার্যালয়ে দুদকের অভিযান

320

বাসস দেশ-২৬
দুদক-অভিযান
বিআরটিএ উত্তরা কার্যালয়ে দুদকের অভিযান
ঢাকা, ২৩ জুলাই, ২০১৮ (বাসস) : অনিয়ম ও ত্রুটি দূর করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা আজ রাজধানীর উত্তরা বিআরটিএ কার্যালয়ে আকস্মিক অভিযান চালিয়েছে।
যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস প্রদানে ঘুষ-লেনদেন সংক্রান্ত সেবা গ্রহিতাদের অভিযোগের প্রেক্ষিতে দুদক উপ-পরিচালক আব্দুল্লাহ আল জাহিদের নেতৃত্বে পুলিশসহ নয় সদস্যের একটি টিম আজ এ অভিযান পরিচালনা করে।
এর আগে এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে ১১ জুলাই ইকুরিয়া এবং ১২ জুলাই মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালায় দুদক।
এ সময় দুদক টিম বিআরটিএ কর্মকর্তাদের গ্রাহক সেবার মান বৃদ্ধির পরামর্শ দেন। সেবা প্রাপ্তির জন্য এ কার্যালয়ে প্রতিদিন গড়ে ২১৭টি আবেদন জমা হলেও তার বিপরীতে একটি মাত্র ব্যাংক বুথ রয়েছে।
দুদকের পক্ষ হতে জনসচেতনতার জন্য এ সময় দুর্নীতি বিরোধী স্টিকার ও লিফলেট বিতরণ করা হয় এবং মাইকিং করে যেকোন দুর্নীতি-হয়রানী তাৎক্ষণিকভাবে দুদক হটলাইন (১০৬)’ এ অভিযোগ জানানোর পরামর্শ দেয়া হয়।
এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, বিআরটিএ’র ব্যবস্থাাপনায় যে ত্রুটি ও অনিয়ম রয়েছে তা দূর করে জনসেবার মান বাড়াতে দুদক এ অভিযান চালায়।
বাসস/সবি/এফএইচ/২০০৫/এএএ