বাসস দেশ-২১ : জেলেদের জন্য ভিজিএফ-ভিজিডি কার্যক্রম বাড়ানোর আহবান চিফ হুইপের

266

বাসস দেশ-২১
চিফ হুইপ- মৎস্য সপ্তাহ
জেলেদের জন্য ভিজিএফ-ভিজিডি কার্যক্রম বাড়ানোর আহবান চিফ হুইপের
ঢাকা, ২৩ জুলাই ২০১৮ (বাসস) : চিফ হুইপ আ স ম ফিরোজ জেলেদের জন্য ভিজিএফ এবং ভিজিডি কার্যক্রম বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে আজ সংসদ ভবনের লেকে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, কৃষকদের ন্যায় জেলেদের ব্যাংক ঋণের ব্যবস্থা করলে মৎস্যজীবীরা আর্থিক সংকট থেকে মুক্তি পাবে।
তিনি এ সময় জাতীয় সংসদ ভবন লেকে রুই, কাতলা ও মৃগেলের ৮ হাজার ৪শ’টি পোনা মাছ অবমুক্ত করেন।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম তাজুল ইসলাম, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এ সময় বক্তব্য রাখেন।
বাসস/সবি/এমআর/১৮৪৫/-শহক