বাসস বিদেশ-৬ : ১৩ বছরের মধ্যে জুনে আমাজানে সবচেয়ে বেশী আগুনের ঘটনা

117

বাসস বিদেশ-৬
ব্রাজিল -আমাজান
১৩ বছরের মধ্যে জুনে আমাজানে সবচেয়ে বেশী আগুনের ঘটনা
রিও ডি জেনিরো, ২ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : ব্রাজিলের আমাজান অরণ্যে দাবানল গত বছরের জুনের চেয়ে চলতি বছরের জুনে ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে , গত ১৩ বছরের মধ্যে চলতি বছরের জুন মাস ছিল সবচেয়ে ভয়াবহ। কর্তৃপক্ষ বুধবার এ কথা জানায়।
জুনে শুষ্ক মৌসুম শুরু হয়েছে, ইতোমধ্যেই আমাজানে ২ হাজার ২৪৮ টি আগুনের ঘটনা রেকর্ড করা হয়েছে এবং এই রেইন ফরেস্টে ২০১৯ সালের চেয়ে ভয়াবহ বিপর্যয় ঘটে গেছে। এই ঘটনা বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি করেছে।
দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (আইএনপিআর) আমাজানে দাবানলের ঘটনা এবং এ সংক্রান্ত তথ্য তাদের ওয়েবসাইটে তুলে ধরে। তাদের তথ্যে ২০০৭ সালে ৩ হাজার ৫০০টি আগুনের ঘটনার পরে জুন মাসে এতো আগুনের ঘটনা নেই।
সাধারণত আগস্টে এই দাবানলের ঘটনা ব্যাপক হয়ে থাকে। গত বছর আগস্টে আমাজানে ৩০ হাজার আগুনের ঘটনা রেকর্ড করা হয়েছে, এবং এই সংখ্যা ২০১৮ সালের আগস্টের চেয়ে বেশী। আমাজানের বেশীরভাগ আগুনের ঘটনা হলো চাষাবাদের জন্য আগুন লাগিয়ে বন উজাড় করা।
আইএনপিআর জানায়, আগের শুষ্ক মৌসুম শুরুর চেয়ে এ বারের বন উজাড় হয়েছে অনেক বেশী। জানুয়ারি থেকে মে পর্যন্ত ২ হাজার বর্গ কিলোমিটার এলাকার বন উজার হয়েছে। এটি ২০১৯ সালের চেয়ে ৩৪
শতাংশ বেশী। গত বছরের পর থেকে ৯ হাজার বর্গ কিলোমিটার বন উজাড় হয়েছে।
বাসস/এএফপি/অনু এমএবি/১৪২৫/জেহক