বাসস বিদেশ-৪ : নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

142

বাসস বিদেশ-৪
ভাইরাস -নিউজিল্যান্ড -পদত্যাগ
নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
ওয়েলিংটন, ২ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। লকডাউন না মানা এবং সরকারি কর্মকর্তাদের কাজের সমালোচনা করায় যে জনঅন্তোষ তৈরি হয়েছে তার প্রেক্ষিতে বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন।
দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডান স্বীকার করেছেন, তার উপস্থিতি বিরক্তির জন্ম দিচ্ছিল। তিনি আরো বলেন, স্বাস্থ্যখাতে যিনি নেতৃত্ব দেবেন তার প্রতি জনআস্থা থাকা প্রয়োজন।
গত এপ্রিলে বিদায়ী স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক লকডাউন উপেক্ষা করে পরিবার নিয়ে ১২ মাইল পথ পাড়ি দিয়ে সৈকতে গিয়েছিলেন।
এ নিয়ে সমালোচনা শুরু হয়। এরপর তিনি কাজ চালিয়ে গেলেও জনসম্মুখে আর আসেননি।
এছাড়া তিনি স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক এশলে ব্লুমফিল্ডের কাজেরও সমালোচনা করে জনগণের চক্ষুশূল হন। কারণ ব্লুমফিল্ড করোনা মোকাবেলায় পদক্ষেপ নিয়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন।
তবে পদত্যাগের ঘোষণা দিয়ে ক্লার্ক জানিয়ছেন, ব্লুমফিল্ডের সঙ্গে তার উষ্ণ সম্পর্ক রয়েছে। এদিকে আগামী ১৯ সেপ্টেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তাই নির্বাচন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রী ক্রিস,হিপকিন্স। এমনটাই জানালেন অর্ডান।
বাসস/জুনা/১২৫০/জেহক