বাসস বিদেশ-২ : সাউথ ক্যারোলিনায় মার্কিন এফ-১৬ যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

129

বাসস বিদেশ-২
যুক্তরাষ্ট্র-সামরিক-বিমান-দুর্ঘটনা
সাউথ ক্যারোলিনায় মার্কিন এফ-১৬ যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত
ওয়াশিংটন, ২ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছে। সাউথ ক্যারোলিনায় প্রশিক্ষণ মিশন চলাকালে বিমানটি কিধ্বস্ত হয়। বুধবার পেন্টাগন একথা জানায়। খবর এএফপি’র।
পেন্টগনের এক বিবৃতিতে বলা হয়, চার্লেস্টোনের প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে শাউ এয়ার ফোর্স ঘাটিতে মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়।
বিবৃতিতে বলা হয়, পাইলট প্রশিক্ষণ মিশন চলার সময় এ বিমান বিধ্বস্ত হয়। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
খবরে বলা হয়, দুই মাসেরও কম সময়ের মধ্যে এটি ছিল মার্কিন বিমানবাহিনীর চতুর্থ মারাত্মক দুর্ঘটনা।
বাসস/এমএজেড/১১০১/জেহক