ভারতের বিহারে বজ্রপাতে ১১ জনের মৃত্যু

576

নয়াদিল্লী, ১ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা বুধবার এ কথা জানান।
গত ২৪ ঘন্টায় রাজ্যের বিভিন্ন এলাকায় তাদের মৃত্যু হয়।
স্থানীয় সরকারের এক মুখপাত্র বলেন, “গত ২৪ ঘন্টায় রাজ্যের বিভিন্ন এলাকায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। সরন এলাকায় ৪ জন, পাটনা ও নাওদা এলাকায় ২ জন করে এবং লাকাসসারি ও জামুইয়ে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।”
মুখ্যমন্ত্রীর অফিসের এক বিবৃতিতে বলা হয়, বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ হাজার ২৯৪ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন।
“মুখ্যমন্ত্রী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।”
গত সপ্তাহে এই রাজ্যে বজ্রপাতে ৮৩ জনের মৃত্যু হয়েছে।