কোচ সলাডেসকে বরখাস্ত করলো ভ্যালেন্সিয়া

194

মাদ্রিদ, ১ জুলাই ২০২০ (বাসস) : মাত্র নয় মাসের মাথায় কোচ আলবার্ট সেলাডেসকে চাকুরী থেকে বরখাস্ত করেছে ভ্যালেন্সিয়া। এদিকে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর সিজার সানচেজ পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন।
মৌসুমের শেষ পর্যন্ত ভোরো গঞ্জালেজ সেলাডেসের স্থলাভিষিক্ত হয়েছে। ভ্যালেন্সিয়ার হয়ে এটি গঞ্জালেজের ষষ্ঠবারের মত অন্তবর্তীকালীন মেয়াদ। ২০০৮ সালে রোল্যান্ড কোম্যানের চাকুরীচ্যুতির পর প্রথম তিনি দায়িত্ব নিয়ে লা লিগায় ভ্যালেন্সিয়াকে রেলিগেশন থেকে রক্ষা করেছিলেন।
মার্সেলিনোর বরখাস্তের পর সেপ্টেম্বরে ভ্যালেন্সিয়ার কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সেলাডেস। ২০১৪ সালে সিঙ্গাপুরের ধনকুবের পিটার লিম ক্লাবের মালিকানা নেবার পর ষষ্ঠ ম্যানেজার হিসেবে বরখাস্ত হলেন সেলাডেস। এদিকে জানুয়ারিতে দায়িত্ব পাওয়া ষষ্ঠ স্পোর্টিং ডিরেক্টর হিসেবে ক্লাব ছাড়লেন সানচেজ।
স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম সূত্রের দাবী সোমবার সেলাডেসের বরখাস্তের পরপরই সানচেজ পদ থেকে সড়ে দাঁড়ান।
বর্তমানে লা লিগায় অষ্টম স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া। শেষ চারটি ম্যাচের তিনটিতেই তারা পরাজিত হয়েছে।