যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখে চলে যেতে পারে : ফুসি

510

ওয়াশিংটন, ১ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ এন্থনি ফুসি মঙ্গলবার সতর্ক করে বলেছেন, দেশটিতে একদিনে করোনাভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখে চলে যেতে পারে। খবর এএফপি’র।
সিনেটের স্বাস্থ্য ও শিক্ষা কমিটিতে সাক্ষ্য দিতে গিয়ে ফুসি বলেন, ‘আমাদের দেশে এখন প্রতিদিনের হিসাবে করোনাভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০ হাজার ছাড়িয়ে যেতে দেখা যাচ্ছে।’
তিনি বলেন, কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের এই লাগাম টেনে ধরতে না পারলে প্রতিদিনের সংক্রমণের এ সংখ্যা বেড়ে ১ লাখে চলে গেলেও আমি বিস্মিত হবো না এবং এ ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন।’
ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিস’র পরিচালক এ মহামারিতে যুক্তরাষ্ট্রে মৃতের সম্ভাব্য সংখ্যার পূর্বাভাস দিতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, এ সংখ্যা ‘উদ্বেগজনক’ অবস্থানের দিকে যাচ্ছে।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে কমপক্ষে ১ লাখ ২৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
যুক্তরাষ্ট্রে বর্তমানে নতুন করে আক্রান্তের প্রায় অর্ধেক ঘটছে দেশটির চারটি অঙ্গরাজ্য অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসে।