মাগুরায় ছাত্রছাত্রীদের মাদক বিরোধী শপথ

401

মাগুরা, ২৩ জুলাই ২০১৮ (বাসস) : মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৫ শতাধিক ছাত্রছাত্রীকে আজ সোমবার দুপুরে মাদক বিরোধী শপথ পাঠ করানো হয়েছে।
কলেজ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান। প্রধান অতিথি ছাত্রছাত্রীদের জীবনে কখনো মাদক গ্রহণ না করা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার শপথ পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক নাহিদ ফেরদৌস, উপাধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবিব, সহকারি পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র, সহযোগী অধ্যাপক আবু সাঈদ মোল্যা, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো: আলফাজ উদ্দিনসহ অন্যরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক দেলোয়ার হোসেন খান । এর আগে শহরে মাদক বিরোধী একটি র‌্যালি বের করা হয়