পতাকা থেকে কনফেডারেট প্রতীক অপসারণ বিলে স্বাক্ষর মিসিসিপি গভর্ণরের

323

ওয়াশিংটন, ১ জুলাই, ২০২০(বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চীয় অঙ্গরাজ্য মিসিসিপির গভর্ণর রাজ্য পতাকা থেকে কনফেডারেট প্রতীক অপসারণ বিলে স্বাক্ষর করেছেন।
যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভকারীরা দেশটির অতীত বর্ণবাদী প্রতীকের প্রতি দৃষ্টি আকর্ষণ করার প্রেক্ষাপটে মঙ্গলবার তিনি বিলটিতে স্বাক্ষর করেন।
গভর্ণর টেটি রিভস ফেসুবকে লিখেছেন, এটি কোন রাজনৈতিক মুহূর্ত নয়। মিসিসিপি পরিবার হিসেবে একযোগে চলার এক গৌরবময় আয়োজন।
যুক্তরাষ্ট্রে একমাত্র মিসিসিপি অঙ্গরাজ্যই তাদের সরকারি পতাকায় ফনফেডারেট প্রতীক বহন করছিল। এর আগে ২০০৩ সালে জর্জিয়া এটি বাতিল করে। এর আগে মিসিসিপি সিনেটে রোববার আইন প্রণেতারা রাজ্য পতাকা থেকে কনফেডারেট প্রতীক বাতিলের পক্ষে ভোট দেন। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের গভীর কালো বর্ণবাদের প্রতিফলন থাকা এই প্রতীক বাতিলের পক্ষে ৩৭ ভোট এবং বিপক্ষে ১৪ ভোট পড়ে।
এদিকে একইদিন প্রতিনিধি পরিষদেও বিলটি ৯১-২৩ ভোটে পাশ হয়। এখানে নয় সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠনের আহ্বান জানানো হয়, যারা নতুন পতাকার ডিজাইন করবেন। নতুন ডিজাইনের ওপর ভোটাভুটি নভেম্বরে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মিসিসিপিতে প্রায় ৪০ শতাংশ লোক আফ্রিকান আমেরিকান।
গত ২৫ মে মিনেপোলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড পুলিশের হাতে প্রাণ হারালে তা নিয়ে দেশজুড়ে উত্তাল বিক্ষোভ শুরু হয়। দেশটিতে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ এখনও অব্যাহত আছে।