দুবাইয়ে ক্রিকেট একাডেমি খুলছেন রোহিত

286

নয়া দিল্লি, ৩০ জুন ২০২০ (বাসস) : আগামী সেপ্টেম্বরে দুবাইয়ে নিজের ক্রিকেট একাডেমি খুলতে যাচ্ছেন ভারতের বিধ্বংসী ওপেনার রোহিত শর্মা।
সিঙ্গাপুরের কোম্পানি ক্রিককিংডম গ্লোবাল লিডিটেড ও ভারতের রাচ স্পোর্টসের যৌথ অংশদারিত্বে দুবাইয়ে হবে একাডেমিটি। যার নাম দেয়া হচ্ছে- ‘ক্রিককিংডম ক্রিকেট একাডেমি বাই রোহিত শর্মা’। বছরে একমাস এ একাডেমিতে সময় দিবেন রোহিত।
নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ভারতের কোচ জন রাইটকে অতিথি কোচ হয়ে একাডেমিতে ট্রেনিং করানো আমন্ত্রন জানিয়েছেন রোহিত। তাতে সায় দিয়েছেন রাইট। তবে চার মাস পরপর একাডেমিতে প্রশিক্ষণ করাবেন রাইট।
এছাড়াও বিশ্বের সেরা ক্রিকেটার, কোচদেরও নিজের একাডেমিতে ট্রেনিং করানোর আমন্ত্রণ জানাবেন রোহিত।
এ ব্যাপারে রোহিত বলেন, ‘আমার একটি স্বপ্ন ছিলো, একাডেমি গড়ার। সেই স্বপ্ন পূরণ হচ্ছে। আশা করি, অনেক জনপ্রিয় কোচ, খেলোয়াড়রা আমাকে সহায়তা করবেন।’