পিরোজপুরে অনলাইনে টিএসসি’র ক্লাশ পরিচালিত হচ্ছে

848

পিরোজপুর, ৩০ জুন, ২০২০ (বাসস) : জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত টেকনিক্যাল স্কুল ও কলেজে (টিএসসি) নিয়মিত অনলাইন ক্লাশ পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত আড়াই শতাধিক অনলাইন ক্লাশে শিক্ষার্থীদের শিক্ষা দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ কারিগরী শিক্ষা অধিদপ্তরের নির্দেশক্রমে এবং কারিগরী শিক্ষার উর্ধ্বক্রম ধারাবাহিকতা রক্ষার্থে পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষের নেতৃত্বে এ শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলীদের সমন্বয়ে মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপ, জুম, স্কাইপি-এর মাধ্যমে অনলাইন ক্লাশ পরিচালনা করা হচ্ছে।
টিএসসি’র অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র দে জানান, বিষয় ভিত্তিক শিক্ষকবৃন্দ তাত্মিক ও ব্যবহারিক ক্লাশ সমূহ ভিডিও আকারে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন ভার্চুয়াল ক্লাশ পরিচালনা করছে। গত ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে এ পর্যন্ত আড়াই শতাধিক অনলাইন ক্লাশে শিক্ষার্থীদের শিক্ষা দেয়া হয়েছে। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ছুটি শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যহত থাকবে।