বাসস দেশ-৫৭ : স্বাস্থ্যবিধি মেনে নগরীতে ৪ অস্থায়ী পশুরহাট বসতে দেবে চসিক

357

বাসস দেশ-৫৭
চট্রগ্রাম- পশুরহাট
স্বাস্থ্যবিধি মেনে নগরীতে ৪ অস্থায়ী পশুরহাট বসতে দেবে চসিক
চট্টগ্রাম, ২৯ জুন ২০২০ (বাসস) : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু বেচাকেনার সুবিধার্থে নগরীতে চারটি পশুরহাট ইজারা দেবে চট্টগ্রাম সিটিকরপোরেশন (চসিক)। তবে এসব হাটে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে বাধ্য করা হবে।
চসিক-এর ভূ-সম্পত্তি কর্মকর্তা এখলাসউদ্দিন আহমেদ বাসসকে জানান, আমাদের দু’টি স্থায়ী বাজার রয়েছে সাগরিকা ও বিবিরহাট। কোরবানি উপলক্ষে প্রতিবছর আমরা ৭টি স্থানে অস্থায়ী হাট হিসেবে ইজারা দিয়ে থাকি। এবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর আপত্তির মুখে তিনটি স্থানে হাটের ইজারা দেয়া থেকে বিরত থাকছে চসিক।
করোনা সংক্রমণের ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রণালয় থেকে স্বাস্থবিধিমতে সুনির্দিষ্ট ১০টি নির্দেশ দেয়া হয়েছে। আমরা অনুমতি পত্রে এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য ইজারাদারকে নির্দেশ দেবো এবং সবকটি হাটে এসব মানা হচ্ছে কিনা তা কঠোর ভাবে মনিটর করবো।
বাসস/জিই/কেএস/কেসি/২৩১২/এবিএইচ