বাসস দেশ-৫২ : করোনা মোকাবেলায় চিকিৎসা সরঞ্জাম প্রদান করলো চীন

385

বাসস দেশ-৫২
করোনা-সরঞ্জাম
করোনা মোকাবেলায় চিকিৎসা সরঞ্জাম প্রদান করলো চীন
ঢাকা, ২৯ জুন ২০২০ (বাসস) : করোনা মোকাবেলায় বাংলাদেশকে চীন সরকার চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরঞ্জামের মধ্যে ৯টি হাই ফ্লো হিটেড রেসপাইরেটরি হামিডিফইয়ার, ১৮টি হাই ফ্লো হিটেড রেসপাইরেটরি হামিডিফইয়ারস সলিউশন- এ, ১৮টি হাই ফ্লো হিটেড রেসপাইরেটরি হামিডিফইয়ার সলিউশন- বি, ৯টি হাই ফ্লো হিটেড রেসপাইরেটরি হামিডিফইয়ার সেলফ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এফ এম বোরহান উদ্দীন আজ ঢাকাস্থ চীন দূতাবাস হতে এসব চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করেন। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের প্রতিনিধি ও চীন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/২১২৪/-এবিএইচ