বাসস বিদেশ-১০ : মালাবির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন বিরোধী দলীয় লাজারুস চাকবেরা : গণমাধ্যম

374

বাসস বিদেশ-১০
মালাবি- নির্বাচন
মালাবির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন বিরোধী দলীয় লাজারুস চাকবেরা : গণমাধ্যম
ব্লানটায়ার, ২৫ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : মালাবির বিরোধী দলীয় নেতা লাজারুস চাকবেরা বৃহস্পতিবার দেশটির সাংবিধানিক আদলতের নির্দেশে মঙ্গলবার পুনরায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন। এক বেসরকারি ফলাফলে একথা বলা হয়।
ইতোপূর্বে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক অনিয়মের কারণে তার ফলাফল বর্জন করেছে দেশটির সাংবিধানিক আদালত।
দক্ষিণ আফ্রিকার গনতান্ত্রিক দেশটিতে সাংবিধানিক আদালতের নির্দেশে একই বছর দ্বিতীবারের মতো অনুষ্ঠিত ঐতিহাসিক এই প্রেসিডেন্ট নির্বাচনে মঙ্গলবার ভোটারদের ভোট দিতে দেখা যায়।
৫হাজার ২টি সমন্বিত নির্বাচনী কেন্দ্রের প্রতিটির ফলাফলে এবং গণ সম্প্রচার এমবিসি এবং টাইমস নিউজ পেপারের হিসাবে শতকরা ৫৯ শতাংশ ভোট পেয়ে ক্ষমতাসীন পিটার মুথারিকার চেয়ে এগিয়ে রয়েছেন চাকবেরা। মুথারিকা পেয়েছেন ৩৮ শতাংশ ভোট।
২০১৪ সাল থেকে মুথারিকা ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন। সর্বশেষ ওই বছরের নির্বাচনের বর্ণিত ফলাফলে মুথারিকা ৩৮ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হন, পক্ষান্তরে ওই বছর চাকবেরা পেয়েছিলেন ৩৫ দশমিক ৪ শতাংশ ভোট।
দেশটির নির্বাচন কমিশন বৃহস্পতিবার বলেছে, ২৮টি জেলার ২৬টির ফলাফল কমিশনের হাতে এসে পৌঁছেছে এবং এতে মোট ভোটের শতকরা ৮২ শতাংশের ফলাফল পরিলক্ষিত হয়েছে। তবে পূর্ণাঙ্গ ফলাফল সম্পর্কে কোনো তথ্য দেয়নি কমিশন।
ইতোপূর্বে অনুষ্ঠিত নির্বাচনে মুথারিকার বিজয়ী ফলাফল বর্জন ছিল এক ঐতিহাসিক ঘটনা। দক্ষিণ আফ্রিকার সাহারাভূক্ত দেশগুলোর মধ্যে ইতোপূর্বে ২০১৭ সালে কেনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বর্জনের ঘটনা ঘটেছিল। কেনিয়ার পর এই প্রথম এ ধরণের ফলাফল বর্জনের ঘটনা ঘটলো।
প্রতিবেশী দেশগুলোর বিরোধী রাজনীতিবিদরা ইতোমধ্যেই ৬৫ বছর বয়সী লাজারুস চাকবেরাকে অভিনন্দন জানিয়েছে।
বাসস/অনু-জেজেড/২৩১২/এবিএইচ