বাসস দেশ-১৮ : জগন্নাথ হল স্বর্ণপদক পেলেন ১৩ মেধাবী শিক্ষার্থী

130

বাসস দেশ-১৮
জগন্নাথ-স্বর্ণপদক
জগন্নাথ হল স্বর্ণপদক পেলেন ১৩ মেধাবী শিক্ষার্থী
ঢাকা, ২২জুলাই, ২০১৮ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ১৩জন মেধাবী শিক্ষার্থী ‘জগন্নাথ হল স্বর্ণপদক-২০১৬’ অর্জন করেছেন।
পদক প্রাপ্তরা হলেন- অমিয় সরকার, কিষাণ কুমার গাঙ্গুলী, নারায়ণ চন্দ্র রায়, পুলক দাশ গুপ্ত, হরেন্দ্র নাথ রায়, অভিজিত চন্দ্র অধিকারী, অরবিন্দ দাশ, খোকন চন্দ্র, প্রকট চাকমা, প্রসেনজিৎ হালদার, সঞ্জয় বিক্রম, অভিজিত দাস এবং সুরজিত কুমার মন্ডল।
শনিবার জগন্নাথ হল উপাসনালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের স্বর্ণপদক ও সার্টিফিকেট প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ড. আদর্শ সোয়াইকা। সম্মানিত অতিথি ছিলেন রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান।
ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে বসবাসরত যেসব শিক্ষার্থীরা ২০১৬ সালে ¯œাতক সম্মান ও মাস্টার্স ফাইনাল পরীক্ষায় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছে তাদেরকে এই স্বর্ণপদক দেয়া হল ।
বাসস/সবি/এসএস/১৭৩০/কেজিএ