বাসস দেশ-১৭ : বিমানবন্দর স্টেশনে ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

173

বাসস দেশ-১৭
শ্রমিক-নিহত
বিমানবন্দর স্টেশনে ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত
ঢাকা, ২২ জুলাই, ২০১৮ (বাসস): রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহতের নাম হাবিবুর রহমান আকন্দ (৫৮)। খবর পেয়ে ঢাকা রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।শনিবার দিবাগত রাতে বিমানবন্দর স্টেশনে এঘটনা ঘটে।
জিআরপি পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো: রবিউল্লাহ আজ বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে ঢাকা থেকে চট্রগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেন বিমানবন্দর রেলস্টেশনে এসে পৌছায়। এসময় ওই ট্রেনের যাত্রী হাবিবুর রহমান আকন্দ (৫৮) ট্রেন ছেড়ে দেওয়ার মুহুর্তে দৌঁড়ে চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করেন। এসময় হঠাৎ পা পিছলে কাটা পড়েন।
খবর পেয়ে জিআরপি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তিনি মারা যান।
এএসআই রবিউল্লাহ আরো জানান, নিহত হাবিবুর রহমান আকন্দের বাবার নাম মৃত হাসিম উদ্দিন আকন্দ। তার বাড়ি গাজীপুরের কালিগঞ্জ থানার দুবাদী গ্রামে । তিনি আশুগঞ্জ সার কারখানায় কাজ করতেন। এঘটনায় কমলাপুর জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৭১০/-শহক