বাসস দেশ-১৫ : প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বৃক্ষরোপণ অভিযানে অংশ নিল বেরোবি

193

বাসস দেশ-১৫
বেরোবি-বৃক্ষরোপণ
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বৃক্ষরোপণ অভিযানে অংশ নিল বেরোবি
রংপুর, ২২ জুলাই, ২০১৮ (বাসস) : রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করেছে।
দেশব্যাপী চলমান বৃৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বেরোবি’র উপাাচর্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ আজ রবিবার সকালে ক্যাম্পাসের ভাইস-চ্যান্সেলরের বাসভবন চত্বরে এই বৃক্ষরোপণ করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ বীর শহীদের স্মরণে দেশব্যাপী বৃৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।
বেরোবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, প্রাথমিকভাবে আজ কয়েকটি ফলদ বৃক্ষ রোপণের মধ্যদিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শিগগিরই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সংখ্যক বৃক্ষ রোপণ করা হবে বলে জানিয়েছেন বেরোবি উপাচার্য।
এই কর্মসূচিতে কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, বিজ্ঞান অনুষদের ডিন ও বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএন/১৬৫০/জেহক