বাসস দেশ-১৪ : শাহজালালে বিশ লাখ টাকার আমদানি নিয়ন্ত্রিত বিদেশি ওষুধ আটক

182

বাসস দেশ-১৪
ওষুধ-আটক
শাহজালালে বিশ লাখ টাকার আমদানি নিয়ন্ত্রিত বিদেশি ওষুধ আটক
ঢাকা, ২২ জুলাই, ২০১৮ (বাসস): শুল্ক গোয়েন্দা আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে একজন যাত্রীর নিকট হতে আমদানি নিয়ন্ত্রিত আনুমানিক ২০ লাখ টাকার ঔষধ আটক করেছে।
আটককৃত ওষুধের মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ, ইনজেকশন ও ইনসুলিন রয়েছে। এসব ওষুধ হৃদরোগ, ডায়াবেটিকস, ব্লাড ক্যান্সার ও মহিলাদের বন্ধ্যত্বজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়।যাত্রীর নাম শিরিন আক্তার পাসপোর্ট নং বিজে-০৫০৬৪৮৬।
তিনি দুবাই থেকে ইকে-৫৮২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক সকাল সাড়ে দশটায় অবতরণ করেন।
শুল্ক গোয়েন্দা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এ বিভাগের একটি দল ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে।
যাত্রী ৪ নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার প্রাক্কালে তার গতিরোধ করা হয় এবং পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার সাথে থাকা ২ টি লাগেজ খুলে বিদেশি ঔষধগুলো আটক করা হয়।
আমদানি নীতি আদেশ অনুযায়ী ঔষধ শিল্প প্রশাসনের অনুমতি ব্যতিরেকে বিদেশি ঔষধ আমদানি করা যায়না।
আটককৃত ঔষধের আনুমানিক বাজারমুল্য বিশ লাখ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমস্ত কার্যক্রম শেষে যাত্রীর পাসপোর্ট আটক পূর্বক ইনভেন্টরিকৃত ঔষধ কাস্স্টমস গোডাউনে জমা প্রদান করে এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
বাসস/আরআই/১৬৩৫/জেহক