বাসস প্রধানমন্ত্রী-১ : কামাল লোহানীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

133

বাসস প্রধানমন্ত্রী-১
প্রধানমন্ত্রী-শোক-কামাল লোহানী
কামাল লোহানীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা, ২০ জুন, ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকর বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কামাল লোহানীর মৃত্যুতে প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার এক অসাধারণ ব্যক্তিত্বকে হারিয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, কামাল লোহানী বাঙালির ভাষা আন্দোলন, আত্মমর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম ও মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় এবং স্থানীয় সংস্কৃতির বিকাশের আন্দোলনে তিনি ছিলেন শীর্ষস্থানীয়, আদর্শ ও গুণী ব্যক্তিত্ব।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাতের কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কামাল লোহানী আজ সকালে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাসস/এএইচজে/আরজি/১৩৪০/-অমি