বাসস দেশ-৪৬ : করোনায় আক্রান্ত ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসককে হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর

347

বাসস দেশ-৪৬
করোনা রোগী-ঢাকা-স্থানান্তর
করোনায় আক্রান্ত ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসককে হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর
ঢাকা, ১৩ জুন, ২০২০ (বাসস) : করোনাভাইরাসে আক্রান্ত ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ এমদাদ উল্লাহ খানকে শনিবার জররিী ভিত্তিতে ময়মনসিংহ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই১৭১এসএইচ হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রাতে একথা বলা হয়।
আইএসপিআর জানায়, জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে। সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’- এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত-এর দিক নির্দেশনায় এই মেডিক্যাল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়। বিমান বাহিনী এই মেডিক্যাল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ এমদাদ উল্লাহ খানকে ময়মনসিংহ থেকে ঢাকায় নিয়ে আসে। ডাঃ শোভন রহমান ও ডাঃ মরিয়ম আক্তারকেও একই হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়।
বাসস/আইএসপিআর/এমএন/২২৫৮/-স্বব