বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আগামী মাসে ক্যাম্পাস রেডিও চালু হবে

681

রংপুর, ৩০ জুন, ২০১৭ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে আগামী মাসে ক্যাম্পাস রেডিও চালু হবে। ইতোমধ্যেই এ রেডিও চালুর প্রক্রিয়া শুরু হয়েেেছ।
তিনি বৃহস্পতিবার অত্র বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘সম্প্রচার কলৌক্যুইয়াম : সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক ৪ দিনব্যাপী বক্তৃতামালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
কবি হেয়াত মামুদ ভবনের গ্যালারি কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এইচ এম বজলুর রহমান।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মোঃ ফেরদৌস রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রধান আসিফ আল মতিন প্রমুখ। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।