নীলফামারীতে দু’দিনের সাংস্কৃতিক উৎসব আজ সমাপ্ত হবে

383

নীলফামারী, ২১ জুলাই, ২০১৮ (বাসস) : জেলায় ২ দিনের সাংস্কৃতিক উৎসব আজ শনিবার সমাপ্ত হবে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সন্ধ্যায় উৎসবের সমাপণী ঘোষণা করবেন প্রধান অতিথি সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয় দু’দিনের সাংস্কৃতিক উৎসব। এসময় উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। জেলা কালচারাল কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. এবিএম আতিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন ভুইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম প্রমুখ।
পরে সেখানে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র প্রদর্শণ শেষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।