বাজিস-১ : জয়পুরহাটে আউস ধানের হেক্টর প্রতি ফলন সাড়ে ৫ মেট্রিক টন

145

বাজিস-১
জয়পুরহাট-আউস ধান
জয়পুরহাটে আউস ধানের হেক্টর প্রতি ফলন সাড়ে ৫ মেট্রিক টন
জয়পুরহাট, ২১ জুলাই, ২০১৮ (বাসস) : জেলায় এবার আউস ধানের হেক্টর প্রতি গড় ফলন হয়েছে সাড়ে ৫ মেট্রিক টন ধান। সদর উপজেলার ধলাহার ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের কৃষক শফিকুল ইসলামের জমিতে শনিবার এক ক্রপ কাটিং অনুষ্ঠিত হয়। কৃষি প্রণোদনার আওতায় এক হাজার বিঘা জমিতে এবার আউস ধান চাষ হয়েছে।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, চলতি ২০১৮-১৯ মৌসুমে জয়পুরহাট জেলায় এক হাজার প্রান্তিক কৃষক সরকারের কৃষি প্রণোদনার আওতায় আউস ধান রোপণের সুযোগ লাভ করেন। এতে কৃষক প্রতি ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া সার, ডিএপি ১০ কেজি ও এম ও পি সার ১০ কেজি প্রদান করা হয়। এ ছাড়াও সেচ সুবিধা বাবদ প্রতি জন কৃষক পেয়েছেন ৫শ’ টাকা করে। জয়পুরহাট জেলায় এক হাজার কৃষক কৃষি প্রণোদনার আওতায় ১৪ লাখ ৭০ হাজার টাকা পেয়েছেন। খরিপ-১ মৌসুমে জয়পুরহাট জেলায় চাষ হওয়া আউস ধানগুলোর মধ্যে রয়েছে বি আর-২৬, ব্রি ধান-২৮, ৪৩ ও ৪৮ এবং নেরিকা মিউটেন্ট জাত। বোরো চাষের পরে রোপা আমন ধানের চারা রোপণের জন্য অপেক্ষা করতে হয়। এ সময়ে জমিতে আউস ধানের চারা রোপণ করে কৃষকরা অধিক ফসল ঘরে তুলতে পারেন। সেই লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষি বান্ধব সরকার আউস ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি প্রণোদনা চালু করেন। জয়পুরহাট জেলায় ইতোমধ্যে আউস ধান কাটা মাড়াই শুরু হয়েছে। ফলন যাচাই করার জন্য শনিবার সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের কৃষক শফিকুল ইসলামে জমিতে ক্রপ কাটিং (নমুনা শস্য কর্তন) অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কৃষি কর্মকর্তা ও স্থানিয় চাষিরা উপস্থিত ছিলেন। সেখানে আউস ধানের হেক্টর প্রতি গড় ফলন হয়েছে সাড়ে ৫ মেট্রিক টন ধান বলে জানান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সেরাজুল ইসলাম।
বাসস/সংবাদদাতা/কেইউ/১০৪০/নূসী