দক্ষিণ আফ্রিকায় ২৪ ঘন্টায় ৩ হাজার ২৬৭ জন করোনা আক্রান্ত

257

জোহানেসবার্গ, ৫ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : দক্ষিণ আফ্রিকায় বৃহস্পতিবার ২৪ ঘন্টায় সর্বোচ্চ রেকর্ড পরিমান ৩ হাজার ২৬৭ জন করোনা আক্রান্ত হয়েছে। দেশটিতে মহামারি ছড়িয়ে পড়ার পর আক্রান্তের এই সংখ্যা সবচেয়ে বেশি।
স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, এ পর্যন্ত করোনায় মোট ৪০ হাজার ৭৯২ জন আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৫৬ জনের মৃত্যু হয়েছে, মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৮ জন।
আক্রান্তদের অর্ধেকের বেশি ওয়েস্টার্ন কেপ অঞ্চলের, এখানে স্বাস্থ্য সেবা নাজুক অবস্থায় রয়েছে।
প্রেসিডেন্ট রামাফোসা করোনার বিস্তার ঠেকাতে ২৭ মার্চ দেশটিতে লকডাউনের ঘোষণা দেন। লোকজনের চলাচল সীমিত করা হয়েছে। অর্থনীতি ইতোমধ্যেই মন্দায় পতিত হয়েছে।
অর্থনীতি পুনরুদ্ধারে রামাফোসা ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকান্ডের ক্ষেত্রে লকডাউন শিথিল করেছেন।