ফ্রান্সের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনের হিসাবে করোনাভাইরাসে ৪৪ জনের মৃত্যু

269

প্যারিস, ৫ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : ফ্রান্স বৃহস্পতিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাসে নতুন করে আরো ৪৪ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে ফ্রান্সে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২৯ হাজার ৬৫ জনে দাঁড়ালো। খবর এএফপি’র।
খবরে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ এ পরিসংখ্যানে কেয়ার হোমস ও অন্যান্য প্রতিষ্ঠানে করোনায় মারা যাওয়া রোগীর নাম অন্তর্ভূক্ত করা হয়নি।
ফ্রান্সের বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটরের সাপোর্ট নিয়ে থাকা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বুধবারের চেয়ে ৪৭ জন কমে বর্তমানে ১ হাজার ১৬৩ জনে নেমে এসেছে।
এসব রোগীর তিন-চতুর্থাংশ হচ্ছে মাত্র চারটি অঞ্চলের। এগুলো হলো প্যারিসসহ আইল ডি ফ্রান্স, গ্রান্ড-ইস্ট, উভার্ন-রোন-অলপস ও হাউটস-ডি-ফ্রান্স।