রাজশাহী থেকে ঢাকায় আম সরবরাহে কাল থেকে বিশেষ ট্রেন চলবে

371

রাজশাহী, ৪ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম সরবরাহের জন্য আগামীকাল শুক্রবার থেকে একটি বিশেষ ট্রেন চলাচল শুরু করবে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল কোভিড-১৯ পরিস্থিতিতে আম ব্যবসায়ী ও কৃষকদের সুবিধার্থে কম খরচে আম সরবরাহের লক্ষ্যে এ্ই উদ্যোগ নিয়েছে।
পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্য ব্যবস্থাপক মোহাম্মাদ আহসান উল্লাহ জানান,‘ উৎপাদনকারি ও ব্যবসায়ীদের আম সরবরাহ সহজ করতে ১৮ মে থেকে পার্সেল ভাড়া শতকরা ২৫ ভাগ কমানো হয়েছে। তিনি জানান, শুধু আমই নয়, ব্যবসায়ী ও উৎপাদকগণ শাক-সবজী ও অন্যান্য মৌসুমী ফলও এতে পাঠাতে পারবেন।
উৎপাদনকারি ও ব্যবসায়ীগণ যাতে তাদের ইচ্ছানুযায়ী মালামাল সরবরাহ করতে পারে সেই লক্ষ্যে প্রতিদিন একটি কার্গো ট্রেনের ৬টি বগী ২৭০ টন মালামাল নিয়ে যাত্রা করবে। প্রতি এক কিলোগ্রাম মালামাল বহনে চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকা ১ টাকা ৩০ পয়স্ াও রাজশাহী থেকে ঢাকায় ১ টাকা ১৭ পয়সা খরচ পরবে।
রেলওয়ে পোর্টাররা মালামাল পরিবহন ও খালাস করায় নিয়োজিত থাকবে। একাজের জন্যে মালামাল ব্যবস্থাপনায় বুকিং লোডিং এর পাশাপাশি যথাযথভাবে আনলোডিং-এর জন্য পোর্টারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়েছে।
পশ্চিমাঞ্চলীয় ম্যানেজার মিহির কান্তি গুহ বলেন, আম পার্সেলের জন্যে সব ধরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে যাতে করে করোনা ভাইরাস পরিস্থিতিতে আম পার্সেল সেবা কার্যকরভাবে পরিচালিত হয়।
কর্মকর্তারা জানান,চলতি বছর রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ জেলার ২৬ হাজার ১৫০ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে এবং ২ লাখ ৪৪ হাজার টন আম উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।