চট্টগ্রামে করোনায় এক চিকিৎসক ও দুই নারীর মৃত্যু

239

চট্টগ্রাম, ৪ জুন, ২০২০ (বাসস) : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদ হাসান। এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সেলিনা আফরোজ ও হাফসা বেগম নামে দুইজন নারীর।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন দুই নারী করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নগরীর পাচঁলাইশ এলাকার হাফসা বেগম (৫০)। তিনি গত ২ জুন জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদ হাসান।
তিনি এক সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেবিনে চিকিৎসা নিচ্ছিলেন। তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান। এর আগে গত ৩ জুন মেরিন সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এহসানুল করিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনিসহ চট্টগ্রামে করোনাযোদ্ধা দুই চিকিৎসকের মৃত্যু ঘটলো।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৬ জন মারা গেলেন। এবং মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৩৭ জন।