উপসর্গ না থাকলে নমুনা বুথে ভিড় না করার পরামর্শ চসিক মেয়রের

235

চট্টগ্রাম, ৪ জুন, ২০২০ (বাসস) : শরীরে উপসর্গ না থাকলে অহেতুক করোনার নমুনা সংগ্রহ বুথে গিয়ে ভিড় না করতে নগরবাসীকে পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ বদুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যেগে ও ব্র্যাকের সহায়তায় স্থাপিত নমুনা সংগ্রহ বুথ উদ্বোধনের সময় তিনি এই পরামর্শ দেন।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, দিন দিন করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা কেন্দ্র বাড়ানো হচ্ছে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকেও অধিগ্রহণ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বেসরকারি ক্লিনিককে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের জনসাধারণের সুবিধার্থে নমুনা সংগ্রহ বুথ স্থাপন করার উদ্যেগ নেয়া হয়। যাতে করোনা উপসর্গ দেখা দেয়া রোগীরা সহজেই বুথে গিয়ে নমুনা জমা দিতে পারেন।
তিনি আরো বলেন, করোনা আতঙ্কিত হয়ে বর্তমানে চালু হওয়া বুথ গুলোতে জনসাধারণের অযাচিত ভিড় নিয়ে আলোচনা হচ্ছে। এতে করে উপসর্গ নিয়ে নমুনা জমা দিতে আসা রোগীদের নানামুখী ভোগান্তিতে পড়তে হচ্ছে। আবার অন্যদিকে বুথে আসা সুস্থদের মধ্যেও সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এই বিষয়টি সচেতন নাগরিককে মনে রাখতে হবে।
মেয়র পরবর্তীতে উত্তর কাট্টলী কর্ণেল হাটস্থ হাশেম নাজির হেলথ সেন্টারে স্থাপিত নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন করেন।
চসিক সংশ্লিষ্টরা জানান, প্রথম ধাপে চট্টগ্রাম প্রেস ক্লাব, বিবির হাট, ২নং জালালাবাদ ওয়ার্ড, উত্তর কাট্টলী, আগ্রাবাদ ও চাঁন্দগাও এলাকায় ৬টি বুথের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হবে। তবে বৃহস্পতিবার থেকে শুধু মাত্র চটগ্রাম প্রেস ক্লাব এবং উত্তর কাট্টলী এলাকায় নমুনা সংগ্রহের কাজ শুরু হবে। পরের ধাপে রবিবার নাগাদ উদ্বোধন হওয়া এই ৬টি বুথে নমুনা সংগ্রহ করা যাবে।
চসিক সূত্র জানায়, প্রতিটি বুথে দৈনিক ৩০ জনের নমুনা সংগ্রহ করা হবে। এই ৬টি বুথের নমুনা পাঠানো হবে চট্টগ্রামের ৩টি টেস্টিং- ল্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করোনা টেস্টিং ল্যাবে।