বাসস দেশ-২২ : মেয়র তাপসের ফুলবাড়িয়া টার্মিনাল ও পৌর ফিলিং স্টেশন পরিদর্শন

133

বাসস দেশ-২২
তাপস-পরিদর্শন
মেয়র তাপসের ফুলবাড়িয়া টার্মিনাল ও পৌর ফিলিং স্টেশন পরিদর্শন
ঢাকা, ৩ জুন, ২০২০ (বাসস) : গুলিস্তান থেকে জয়কালী মন্দির পর্যন্ত ফুলবাড়িয়া ‘স্টপ ওভার টার্মিনাল’ এলাকা পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ এসব এলাকা পরিদর্শনকালে তিনি রাজস্ব আদায় বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
পরিদর্শনকালে তিনি এখান হতে বিভিন্ন রুটে চলাচলকারী কয়েকটি বাস কাউন্টারের লোকদের সাথে কথা বলে কর্পোরেশনের টোল আদায় সম্পর্কে খোঁজ খবর নেন ।
স্টপ ওভার টার্মিনাল থেকে টোল আদায়কারী একজনের সাথে কথা বলে টোল আদায়ের পুরো প্রক্রিয়া সম্পর্কে অবগত হন।
তিনি স্টপ ওভার টার্মিনাল এলাকার সার্বিক অবস্থাও এসময় পরিদর্শন করেন।
পরে মেয়র দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত পৌর ফিলিং স্টেশন পরিদর্শন করে এর কার্যক্রম সম্পর্কেও সম্যক অবহিত হন।
এসময় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো: ইমদাদুল হক, পরিবহন বিভাগের জিএমসহ পৌর ফিলিং স্টেশন পরিদর্শনকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আনু উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএসএইচ/১৯১১/কেএমকে