বাসস ক্রীড়া-১৪ : তামিম ভাল অধিনায়ক হবে বিশ্বাস মাঞ্জরেকারের

372

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-তামিম
তামিম ভাল অধিনায়ক হবে বিশ্বাস মাঞ্জরেকারের
ঢাকা, ২ জুন ২০২০ (বাসস) : ভারতের সাবেক ব্যাটসম্যান ও ধারাভাষ্যকরা সঞ্জয় মাঞ্জেকার মনে করেন, নেতৃত্ব গুন থাকায় বাংলাদেশের ভালো অধিনায়ক হবে তামিম ইকবাল।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর ভিডিও কনফারেন্সে তামিমের ক্যারিয়ারের শুরু, উথান-পতন, বাংলাদেশ ক্রিকেটের নানা প্রসঙ্গ ও আরও অনেক কিছু নিয়ে আলোচনা করেন মাঞ্জেরেকার।
মাশরাফি বিন মর্তুজার জায়গায় বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পান তামিম। এরআগে, বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক ছিলেন তামিম। তবে ১৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারের এবারই অধিনায়ক হলেন তিনি।
দীর্ঘদিন পর কেন তামিমকে অধিনায়কত্ব দেয়া হলো, এ নিয়ে বেশ আগ্রহী ছিলেন মাঞ্জেরেকার।
তামিম বলেন, ‘আমি স্বীকার করছি, দলের অধিনায়কত্ব আমাকে কখনো আকর্ষন করেনি, সবারই অধিনায়ক হবার স্বপ্ন থাকে। কিন্তু আমি, দলের জন্য সামনে থেকে পারফরমেন্স করতে আগ্রহী ছিলাম।’
তিনি আরও বলেন, ‘এবার যখন সুযোগটি এলো, আমার কোচদের একজন বললেন, ‘চেষ্টা করে দেখো। আমি যা কিছু করি, সব সময় শতভাগ দিতে চাই। আমি অভিজ্ঞ অধিনায়ক নই। এমনকি, ঘরোয়া ক্রিকেটেও আমি বেশি অধিনাকয়ত্ব করিনি। তবে আমি যখন দায়িত্ব নিলাম, আর পিছিয়ে যাবো না। আমি দলকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবো।’
তামিম ইকবালের দর্শনে অবাক হয়ে, ভারতের সাবেক ব্যাটসম্যান মাঞ্জেরেকার বলেন, বাংলাদেশের সেরা ওপেনারের একজন ভালো অধিনায়ক হবার সামর্থ্য আছে।
আলোচনা শেষ করতে গিয়ে তামিমকে মাঞ্জেকার বলেন, ‘বিসিবি আপনাকে অধিনায়কত্ব দিতে দেরি করতে পারে, তবে আমি বুঝতে পারছি, আপনার নেতৃত্ব দেয়ার এটিই সঠিক সময়। আমি মনে করি, আপনি মানসিকভাবে শক্ত আছেন এবং আপনার অভিজ্ঞতা আছে। আপনি বাংলাদেশের ক্রিকেটকে অনেক দেখেছেন। আপনার সাথে আলোচনার পর আমি বুঝতে পারলাম, বাংলাদেশকে পরবর্তীতে পর্যায়ে নিয়ে যেতে আপনার ভালো পরিকল্পনা রয়েছে। আমি ভবিষ্যদ্বানী করছি, আপনি বাংলাদেশের পক্ষে খুব ভালো অধিনায়ক হবেন।’
বাসস/এএমটি/২০৪২/স্বব