পদাতিক নাট্য সংসদের ভারত যাত্রা

364

ঢাকা, ২০ জুলাই, ২০১৮ (বাসস): কলকাতার নাট্য দলের আমন্ত্রণে বাংলাদেশের পদাতিক নাট্য সংসদের একটি প্রতিনিধি দল আজ ভারত রওনা হয়েছে। ৩১ সদস্যের এ দলের নেতৃত্ব দিচ্ছেন মমিনুল হক দিপু।
নাটকের মধ্যদিয়ে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস ভারতবাসীর কাছে তুলে ধরতে পদাতিকের এ ভারত সফর।
আজ শুক্রবার সকালে বাইরোডে নাটকের এ দলটি সড়ক পথে বেনাপোল দিয়ে ভারত প্রবেশ করে।
নাট্য দলের অধিনায়ক মমিনুল হক দিপু জানান, পদাতিকে চারটি জনপ্রিয় নাটক উপস্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ভারতবাসীর কাছে তুলে ধরার সুযোগ পাবেন। এতে একদিকে যেমন দেশের ভাবমূর্তি উজ্বল হবে, তেমনি বিশ্বের কাছে দেশের গৌরবময় ইতিহাস স্থান পাবে।
তিনি বলেন, নাটক চারটি হচ্ছে- গহন যাত্রা, কালরাত্রি, জনমাংক ও গুণজন বিবির পালা।
আগামীকাল শনিবার ও পরশু রোববার এ দু’দিন নৈহাটি ঐক্যতার নাট্য মঞ্চে এ নাটকগুলো পরিবেশিত হবে।