বাসস বিদেশ-৭ : পেরু ও চিলিতে দ্রুত বাড়ছে কোভিড-১৯ রোগী

134

বাসস বিদেশ-৭
ভাইরাস- পেরু- চিলি
পেরু ও চিলিতে দ্রুত বাড়ছে কোভিড-১৯ রোগী
লিমা, ১ জুন, ২০২০ (বাসস ডেস্ক): পেরুতে রোববার নতুন করে ৮ হাজার ৮শ লোক কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছে।
করোনা সংক্রমণের দিক থেকে ল্যাটিন আমেরিকায় ব্রাজিলের পরই এখন পেরুর অবস্থান।
পেরুতে করোনা ভাইরাসে মারা গেছে ৪ হাজার ৫০৬ জন। মৃতের সংখ্যার দিক থেকে এটি এ অঞ্চলের তৃতীয় সর্বোচ্চ সংখ্যা। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ব্রাজিল ও মেক্সিকো।
দেশটির প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা সতর্ক করে বলেছেন, তারা মাত্র সংকটের অর্ধেক পথে রয়েছেন।
পেরুতে মাসব্যাপী কড়াকড়িভাবে লকডাউন চলছে। এছাড়া জারি রয়েছে রাত্রিকালীন কারফিউ। তা সত্ত্বেও সংক্রমণ খুব দ্রুত গতিতেই বেড়ে যাচ্ছে।
এদিকে প্রতিবেশী দেশ চিলিতে রোববার ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ৫৭ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৪ জনে।
মৃতের নতুন এ সংখ্যা ঘোষণা করতে গিয়ে দেশটির উপ স্বাস্থ্য মন্ত্রী পলা দাজা বলেছেন, গত একশ’ বছরের মধ্যে আমরা সবচেয়ে বড় ধরণের মহামারি মোকাবেলা করছি।
একে ভয়ংকর চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, আমরা আমাদের দেশে খুবই কঠিন সময় পার করছি।
কর্মকর্তারা বলছেন, গত দুসপ্তাহে ভাইরাসটির প্রকোপ খুব দ্রুত বেড়ে গেছে।
যদিও মে মাসের প্রথমদিকে প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার সরকার বলেছিল,করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা খুব অল্প। তাই লকডাউন ও নিষেধাজ্ঞা শিথিল করা হবে।
বাসস/জুনা/১৬০৮/জেহক