বাসস বিদেশ-২ : হোয়াইট হাউসের কাছে বিক্ষোভ ॥ ওয়াশিংটনে কারফিউ ঘোষণা

141

বাসস বিদেশ-২
যুক্তরাষ্ট্র-অস্থিরতা-ওয়াশিংটন
হোয়াইট হাউসের কাছে বিক্ষোভ ॥ ওয়াশিংটনে কারফিউ ঘোষণা
ওয়াশিংটন, ১ জুন ২০২০ (বাসস ডেস্ক): ডিষ্ট্রিক্ট অব কলম্বিয়া’র মেয়র জানিয়েছেন, রোববার থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে রাত্রিকালীন কারফিউ বলবৎ থাকবে। হোয়াইট হাউজের কাছে প্রতিবাদকারীদের ফের সমাবেশের পর এ সান্ধ্য আইন ঘোষণা করা হলো। খবর এএফপি’র।
মেয়র মুরিয়েল বাউসার এক বিবৃতিতে জানিয়েছেন, রোববার রাত ১১ টা থেকে সোমবার ভোর ৬ টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
বিবৃতিতে আরো বলা হয়, দেশব্যাপী বিক্ষোভের পর পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন।
বাসস/এমএজেড/১২২৫/জেহক