বাসস ক্রীড়া-১৯ : মাঠে ফিরল হাঙ্গেরীয় ফুটবল ভক্তরা

447

বাসস ক্রীড়া-১৯
ফুটবল-হাঙ্গেরি-ভাইরাস
মাঠে ফিরল হাঙ্গেরীয় ফুটবল ভক্তরা
মিসকোলাক (হাঙ্গেরী), ৩১ মে ২০২০ (বাসস/এএফপি): করোনা ভাইরাসের লকডাউনে প্রায় দুই মাস নির্বাসিত থাকার পর মাঠে ফিরল হাঙ্গেরীয় ফুটবল দর্শকরা। ইউরোপের কোন দেশ হিসেবে মাঠে প্রথম দর্শক উপস্থিতিতে খেলার আয়োজন করল হাঙ্গেরীয়া।
হাঙ্গেরীয় ফুটবল এসোসিয়েশন (এমএলএসজেড) বৃহস্পতিবার মাঠে দর্শক উপস্থিতির সিদ্ধান্ত গ্রহন করে। মার্চে লকডাউন শুরুর পর এই প্রথম রুদ্ধদ্বার স্টেডিয়ামের পরিবর্তে দর্শক উপস্থিতিতে খেলা পরিচালনা করেছে দেশটি। তবে সেখানে রয়েছে কঠোর নিয়ম। গ্যালারির প্রতি দ্বিতীয় সারিতে বসতে হবে দর্শকদের। তাও প্রতি চতুর্থ সিটে একজন করে দর্শক আসন গ্রহন করতে পারবে।
শনিবার উত্তরাঞ্চলীয় মিসকোলিক শহরে ডিয়সগিয়র ক্লাব স্টেডিয়ামের বাইরে মাঠে প্রবেশের আগে ক্লাবের সমর্থকরা বলেন, ফের মাঠে ফিরতে পেরে তারা খুশি। ৩৬ বছর বয়সি দর্শক রিচার্ড কোভাক বলেন,‘ আমরা অবশ্যই নিয়ম মেনে চলব। অন্যথায় ফের দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে।’
মোজোকোভেস্ড এর বিপক্ষে ম্যাচটি উপভোগ করার জন্য ২২৫৫জন দর্শক উপস্থিত ছিল। ১৮ বছর বয়সি ছাত্র সাবা গ্যাসপেরিস বলেন,‘ ভাইরাসটি নি:শে^স হয়ে যায়নি। তাই আমাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’ ৪১ বছর বয়সি গ্যাবর লেনজিল বলেন,‘ খেলায় হারি বা জিতি আমাদের ভয় ফের মাহামারি নিয়ে।’
বাসস/এএফপি/এমএইচসি/২০৪০/স্বব