বাসস দেশ-৩৪ : ২০২০ সালের এসএসসি পরীক্ষায় ক্যাডেট কলজেসমুহের অসাধারণ সাফল্য

243

বাসস দেশ-৩৪
এসএসসি-ক্যাডেট – সাফল্য
২০২০ সালের এসএসসি পরীক্ষায় ক্যাডেট কলজেসমুহের অসাধারণ সাফল্য
ঢাকা, ৩১ মে, ২০২০ (বাসস) : চলতি বছর এসএসসি পরীক্ষায় দেশের ১২ টি ক্যাডেট কলেজ হতে মোট ৬১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১০ জন জিপিএ-৫ (এ+) পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে।
আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানিয়ে বলা হয়, দেশে বিদ্যমান ১২ টি ক্যাডেট কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়।
আইএসপিআর জানায়, ১৯৫৮ সালে প্রথম ক্যাডেট কলেজ চালু হওয়ার পর হতে আজ পর্যন্ত ক্যাডেট কলেজসমূহ বোর্ড পরীক্ষায় ধারাবাহিকভাবে অত্যন্ত সফলতার সাথে ফলাফলের শীর্ষে অবস্থান করে আসছে। বরাবরের মত এবারও এসএসসি পরীক্ষায় ক্যাডেটরা ঈর্ষনীয় ফলাফল অর্জন করেছে।
এ বছর এসএসসি পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজের সর্বমোট মোট ৬১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১০ জন জিপিএ-৫ (এ+) পেয়েছে। পাশের হার শতভাগ এবং ৯৯.৬৭% জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে।

পরিসংখ্যান হলোঃ

ক্র/নং কলজেরে নাম পরীর্ক্ষাথীর সংখ্যা মোট কৃতর্কায জপিএি-৫
(এ+) জপিএি-৪
(এ)
১ ফৌজদারহাট ক্যাডটে কলজে ৪৪ ৪৪ ৪৪ –
২ ঝনিাইদহ ক্যাডটে কলজে ৪৯ ৪৯ ৪৯ –
৩ মর্জিাপুর ক্যাডটে কলজে ৫২ ৫২ ৫২ –
৪ রাজশাহী ক্যাডটে কলজে ৪৬ ৪৬ ৪৬ –
৫ সলিটে ক্যাডটে কলজে ৫৪ ৫৪ ৫৪ –
৬ রংপুর ক্যাডটে কলজে ৫৪ ৫৪ ৫৪ –
৭ বরশিাল ক্যাডটে কলজে ৫৪ ৫৪ ৫৪ –
৮ পাবনা ক্যাডটে কলজে ৫৪ ৫৪ ৫৪ –
৯ ময়মনসংিহ র্গালস ক্যাডটে কলজে ৫১ ৫১ ৫০ ০১
১০ কুমষ্ফি¡ ক্যাডটে কলজে ৪৭ ৪৭ ৪৭ –
১১ ফনেী র্গালস ক্যাডটে কলজে ৫৫ ৫৫ ৫৪ ০১
১২ জয়পুরহাট র্গালস ক্যাডটে কলজে ৫২ ৫২ ৫২ –
মোট ৬১২ ৬১২ ৬১০ ০২
বাসস/আইএসপআির/এমএন/২০৪৫//স্বব