বাসস বিদেশ-১ : যুক্তরাষ্ট্রে নৌযান দুর্ঘটনায় ৮ জন নিহত

322

বাসস বিদেশ-১
যুক্তরাষ্ট্র-নৌযান-দুর্ঘটনা
যুক্তরাষ্ট্রে নৌযান দুর্ঘটনায় ৮ জন নিহত
ওয়াশিংটন, ২০ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের মিজৌরি রাজ্যের একটি হ্রদে বৃহস্পতিবার পর্যটকদের বহন করা নৌযান ডুবে যাওয়ায় আটজন নিহত ও সাতজন আহত হয়েছে। এতে আরো অনেকে নিখোঁজ রয়েছে। নৌযানটি প্রচন্ড ঝড়ের কবলে পড়লে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার প্রধান একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
স্টোন কাউন্টির প্রশাসনিক প্রধান দৌগ রাডার এক সংবাদ সম্মেলনে বলেন, টেবল রক লেকে এ দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুবুরিরা নিখোঁজদের সন্ধানে সেখানে অভিযান চালাচ্ছে।
তিনি আরো জানান, এ নৌযানে ৩১ জন লোক ছিল। নৌযানটি হাঁস নৌকা হিসেবে পরিচিত। কারণ, নৌকাটিতে চাকা লাগানো থাকায় এটি স্থলভাগেও চলতে পারে।
কৃত্রিমভাবে তৈরি করা হ্রদটি পর্যটকদের কাছে অনেক আকর্ষণীয়।
বাসস/এমএজেড/১১১৫/এমএবি