বাসস ক্রীড়া-১৬ : তিনবারের অলিম্পিক স্বর্নজয়ী মোরো মারা গেছেন

258

বাসস ক্রীড়া-১৬
তিনবারের অলিম্পিক স্বর্নজয়ী মোরো মারা গেছেন
লস এঞ্জেলস, ৩১ মে ২০২০ (বাসস/এএফপি): ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকে ১০০ , ২০০ ও ৪ গুনিতক ১০০ মিটার রিলেতে স্বর্নপদক জয়ী অ্যাথলেট ববি জো মোরো । তার বয়স হয়েছিল ৮৪ বছর।
ববির নামে ফুটবল স্টেডিয়ামের নামকরনের ঘোষনা দিয়ে দ্যা সান বেনিটো স্কুল শনিবার এই তারকার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। নিজস্ব ফেসবুক পাতায় বেনিটো স্কুল লিখেছে,‘তার মৃত্যুতে টেক্সাস শহরের যে অপুরনীয় ক্ষতি হয়েছে তা পুরন হবার নয়।’
১৯৫৬ সালে যুক্তরাস্ট্র অলিম্পিক দলের হয়ে মেলবোর্ন গেমসে১০০, ২০০ ও ৪ গুনিতক ১০০ মিটার রিলে ইভেন্টে স্বর্ন পদক জয় করেন মোরো। প্রথম আ্যাথলেট হিসেবে এক আসরে তিন স্বর্ন পদক জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেন তিনি। পরবর্তীতে অবশ্য তার এই কৃতিত্বে ভাগ বসিয়েছেন আরেক মার্কিন তারকা কার্ল লুইস ও জ্যামাইকার উসাইন বোল্ট। ওই বছর বেসবল তারকা মিকি ম্যান্টল ও বক্সার ফ্লয়েড প্যাটারসনকে পেছনে ফেলে বর্ষ সেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতে নেন মোরো।
১৯৫৮ সালে অবসর গ্রহনের পর ১৯৬০ সালে অবসর ভেঙ্গে ফের ক্রীড়াঙ্গনে ফিরেছিলেন মোরো। কিন্তু তখন অলিম্পিক দলের সদস্য হবার যোগ্যতা অর্জনে ব্যর্থ হন তিনি।
বাসস/এএফপি/এমএইচসি/১৯২৭/স্বব