মাগুরায় ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে কাজ করছে সেনাবাহিনী

211

মাগুরা, ৩১ মে, ২০২০ (বাসস) : জেলায় ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানোর পাশাপাশি অস্বচ্ছল ৫০ পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ আর্টিলারি ডিভিশন।
আজ দুপুরে মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের দোয়ারপাড় এলাকায় আদিবাসী পল্লীতে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে ড্রেন,বাড়ির আশেপাশের ময়লা আবর্জনাময় স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ওই এলাকার অস্বচ্ছল ৫০ পরিবারের মাঝে মশারি দেয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ আর্টিলারি ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল আতিফ সিদ্দিকী এ সময় উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল আতিফ সিদ্দিকী জানান, বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধের পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে কাজ করছে । আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস যেনো বংশ বিস্তার করতে না পাওে, সে জন্য আমরা কাজ করছি। এ জন্য আমরা মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের আদিবাসী পল্লী এলাকায় ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতনতার পাশাপাশি নালা, র্নদমা, ড্রেন ও বাড়ির আশেপাশে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়। করোনা যেমন একটি মহামারি রোগ । তেমনি ডেঙ্গু ভাইরাসজনিত ভয়াবহ রোগ। এ রোগে গতবছর সারাদেশে শতাধিক মানুষের বেশি মৃত্যু বরণ করেছিল। তাই আমরা মানুষকে আগে থেকে সচেতন করছি ও অস্বচ্ছল পরিবারের মধ্যে মশারি বিতরণ করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।